ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন-খুলনা ওয়াসার বিল পে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
গ্রামীণফোন-খুলনা ওয়াসার বিল পে চুক্তি সই ছবি: সংগৃহীত

ঢাকা: বিল সংগ্রহের জন্য গ্রামীণফোন খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) সঙ্গে প্রতিষ্ঠানটির বিল সংগ্রহের জন্য একটি চুক্তি সই করেছে।  

চুক্তির অধীনে গ্রামীণফোন খুলনা শহরের প্রায় ২০ হাজার গৃহস্থালি গ্রাহককে ওয়াসার বিল সংগ্রহ করার জন্য বিল পে সেবা চালু করবে।

এর আগে মার্চ মাসে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিও বিল পে সুবিধার আওতায় আসে।

খুলনার হোটেল টাইগার গার্ডেনে  সম্প্রতি এই চুক্তি সই হয়েছে বলে রোববার (১৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।  
গ্রামীণফোনের হেড অব ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান এরওয়ান জাঁ আলেকজান্ডার গিলবার্ট এবং খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লা চুক্তিতে সই করেন।
 
খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অফ ইন্ড ইউজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল সার্ভিসেস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

বিল-পে বাংলাদেশের গ্রাহকদের জন্য গ্রামীণফোনের অগ্রণী মোবাইল আর্থিক সেবা (এমএফএস)। এটি দেশের ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রথম মোবাইলভিত্তিক বৈদ্যুতিক বিল পরিশোধ সেবা।  

চুক্তি উপলক্ষে গ্রামীণফোনের হেড অব ফিনান্সিয়াল সার্ভিসেস এরওয়ান জাঁ আলেক্সান্ডার গেলবার্ট বলেন, অভিনব এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা যোগ করার ক্ষেত্রে গ্রামীণফোনের বহুবিধ প্রচেষ্টারই একটি অংশ। বিশ্বাস, আস্থা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইউলিটি বিল পরিশোধ করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য এ সেবাটি চালু করা হয়েছে। আমাদের এ সেবার সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমাদের লক্ষাধিক গ্রাহক এ সেবা উপভোগ করতে পারবেন।

সময় সাপেক্ষ, কষ্টকর এবং পারতপক্ষে কঠিন প্রথাগত ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ ব্যবস্থার বিপরীতে, ২০০৬ সালে চালু করা গ্রামীণফোনের বিল-পে সেবাটি একটি মোবাইলভিত্তিক বিল সংগ্রহ পদ্ধতি। লাইনে দাঁড়ানো ছাড়াই এই অভিনব পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা রাতে অথবা দিনে যেকোনো সময় বিল পরিশোধ করতে পারবে।

বর্তমানে, গ্রামীণফোন এ সেবার মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ অথোরিটি এবং ওয়েস্ট জোন পাওয়ার  ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কার্যক্রম শুরু হয়নি)-এর গ্রাহকদের জন্য ইউটিলিটি বিল পরিশোধ সেবা দিচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআইএইচ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।