ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
সিলেটে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের বেশ কয়েকটি ধর্মীয় স্থাপনার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

রোববার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অনুষ্ঠানে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রকল্পগুলো হলো- এক কোটি টাকা সরকারি আর্থিক অনুদানের সহায়তায় নগরীর নাইওরপুল জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমপরিমাণ ব্যয়ে নগরীর লালদিঘিরপাড় বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় থেকে ৫ম তলার সংস্কার কাজের উদ্বোধন এবং চালিবন্দরে ভৈরবতলা মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএ মোমেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এসএমুয়িজ সুজন, শাহী ঈদগাহের মুতাওয়াল্লি জহির বখত, এলজিইডি সিলেটের পিডি পিকে চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, নাইওরপুল জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল মতিন, কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মো. নাজমুল হোসেন প্রমুখ।

এদিকে, সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রীর অভ্যর্থনা ও ‘প্রজ্ঞাদীপ মুহিত মাসন’ অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে মদন মোহন কলেজ সাহিত্য পরিষদ ও সিলেট জেলা প্রশাসন।

অর্থমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে বই প্রকাশের জন্য প্রজ্ঞাদীপ মুহিত মানস গ্রন্থের সম্পাদক ও মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্সও পরিদর্শন করেন অর্থমন্ত্রী। এসময় সরকারি অর্থায়নে নির্মিত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের সুউচ্চ মিনার আগামী ঈদুল ফিতরের আগে উদ্বোধনের ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এএএন/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।