ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরি: টাস্কফোর্সের বৈঠক বৃহস্পতিবার

শাহেদ ইরশাদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
রিজার্ভ চুরি: টাস্কফোর্সের বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২১ এপ্রিল)।  

এদিন সকাল ১১টায় অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

চুরি হওয়া অর্থ উদ্ধারে চলতি বছরের ১২ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানকে আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিটের মহাব্যবস্থাপককে সদস্য সচিব করে সাত সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করেছে অর্থমন্ত্রণালয়ের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখা।  

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি।  

চলতি বছরের ১৭ এপ্রিল উল্লেখিত দপ্তরের প্রধানদের কাছে বৈঠকে প্রতিনিধি পাঠানোর জন্য অর্থমন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রিজার্ভ চুরির সঙ্গে যেসব দেশ সংশ্লিষ্ট ওইসব দেশের আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হবে।  

ওইসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে। আর্ন্তজাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের উপায় এবং সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন সচিব বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ থেকে ৮১মিলিয়ন ডলার চুরির ঘটনায় সরকার গঠিত আন্তঃসংস্থার টাস্কফোর্সের প্রথম সভা।  

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির পর গর্ভনরের পদ থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান। অব্যাহতি দেওয়া হয় অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে।  
 
যোগদানের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, চুরি হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব। এজন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে, সোমবার (১৮ এপ্রিল) এ বিষয়ে জানতেই তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক তদন্ত কমিটি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আলাদা ভাবে তদন্ত করছে।  

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, হলমার্ক, বেসিক, বিসমিল্লাহর পরে ব্যাংকিংখাতে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে। বিশ্বের মধ্যে এটাই প্রথম। একটি গরীব দেশের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে। ১৯৩৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ পৃথিবীর ব্যাংকার। সেই ব্যাংক থেকে মুদ্রা পাচার হলো।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল: ২০, ২০১৬
এসই/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।