ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মংলা বন্দরে অচলাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মংলা বন্দরে অচলাবস্থা

বাগেরহাট: বাগেরহাটের মংলা বন্দরে শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এতে বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

ফলে আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

বেতন-ভাতা বৃদ্ধি, নৌ পথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে গত বুধবার (২০ এপ্রিল) মধ্যরাত থেকে বাংলাদেশ নৌ যান পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।

তবে যাত্রী দুর্ভোগ বিবেচনায় নিয়ে শুক্রবার রাত থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও অন্যান্য নৌযান শ্রমিকরা কর্মবিরত পালন করছেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন মংলা শাখার কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী নৌযান চলাচল করলেও লাইটারেজ, কার্গো, বার্জ, অয়েল ট্যাংকার, কোস্টারসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। ফলে মংলা বন্দরের নৌ শ্রমিকরা তৃতীয় দিনের মতো মাদার ভ্যাসেল থেকে পণ্য আনা-নেওয়া এবং দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন বন্ধ রেখেছেন।
 
মংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন জানান, বর্তমানে মংলা বন্দরে গ্যাস, ক্লিংকার, মেশিনারিজ ও কয়লাবাহী ছয়টি মাদার ভ্যাসেল (জাহাজ) অবস্থান করছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার বাংলানিউজকে বলেন, সরকারের কাছে অনুরোধ যেন আমাদের বেতনসহ অন্যান্য দাবি গুলো বাস্তবায়নে উদ্যোগ নেয়। দাবি বাস্তবায়ন হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।