ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন

ঢাকা: জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রথমবারের মতো জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শুভ উদ্বোধন আমাদের সরকারের বৈদেশিক বিনিয়োগ নীতিমালার প্রতিফলন। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের মেডিকেল/সার্জিকেল ডিভাইস জীবাণুমুক্তকরণের জন্য এবং হাসপাতালে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত আমাদের দেশে এ ধরণের কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। আমি এই প্রতিষ্ঠানের শুভ সূচনা ও নিরাপদ যাত্রা কামনা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ভিশন ২০২১ লক্ষ্য অর্জনে এই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি জেএমআই গ্রুপ মান সম্মত পণ্য উৎপাদন করে দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী মজিবুল হক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, থাই স্পেশাল গ্যাস লি.-এর   প্রেসিডেন্ট মি. তোসিয়াকি নাকানো, সানমিউং ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন অব সাউথ কোরিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি. এইচ. কে. কিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।