ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমপি কোটায় আমদানি করা পোরশে জিপ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমপি কোটায় আমদানি করা পোরশে জিপ আটক

ঢাকা: শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে সংসদ সদস্য (এমপি) কোটায় আমদানি করা একটি বিলাসবহুল পোরশে জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
রোববার (২৪ এপ্রিল) গুলশান ২৪ নম্বর রোডের ১১ নম্বর বাড়ি থেকে (আজাদ মসজিদের পাশে) জিপটি আটক করা হয়।


 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান রোববার সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
এর আগে গুলশান থেকে মডেল ডা. জাকিয়া মুন এর কাছ থেকে কার্নেট সুবিধায় আমদানি করা একটি পোরশে জিপ আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
মইনুল খান জানান, ২০০৬ সালের ১৬ অক্টোবর জিপটি প্রয়াত বিএনপি নেতা ও মন্ত্রী আবদুল মতিনের নামে বিল অব এন্ট্রি (নং ৩৬২৪০৮) দেখিয়ে এমপি কোটায় আমদানি করা হয়।
 
তিন মাস পর ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি কোন প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই গাড়িটি ৮০ লাখ টাকায় পেস্ট্রিজ মটরস এর কাছে তিনি বিক্রি করে দেন।
 
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি গাড়িটি হাতবদল হয়ে আবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের হাতে যায়।
 
তিনি আরো জানান, প্রয়াত বিএনপি নেতা আবদুল মতিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনের আগে জিপটি আমদানির জন্য আবেদন করেন তিনি।
 
ড. মইনুল খান আরো জানান, এসআরও ২৬৬ অনুযায়ী, ২০০৫ সালের ২২ আগস্ট চার বছরের মধ্যে হাত বদল হবে না এ শর্তে শুল্কমুক্ত সুবিধায় জিপটি আমদানির অনুমতি পান।
 
৯২ লাখ টাকা মূল্য ঘোষণা দিয়ে এমপি কোটায় তিনি ৫ কোটি টাকা শুল্কমুক্ত সুবিধা নিয়ে জিপটি আমদানি করেন।
 
কিন্তু এসআরও অনুযায়ী আমদানির শর্ত ভঙ্গ করে তিন মাসের মধ্যে জিপটি বিক্রি করে দেন এ নেতা।
 
জিপটি যার কাছ থেকে আটক করা হয়েছে তিনিও এক সম্মানীয় ও প্রভাবশালী ব্যক্তি (তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছে না অধিদফতর)। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।
 
গাড়িটির ইঞ্জিন ধারণ ক্ষমতা ৪ হাজার ৫শ’ সিসি, চেসিস নম্বর WPIZZZ9PZ6LA84486, ইঞ্জিন নম্বর ৮২৬৩০৬৯৬।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।