ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার বেনাপোল বন্দরে ৩ ঘণ্টা ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
সোমবার বেনাপোল বন্দরে ৩ ঘণ্টা ধর্মঘট ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ঢাকা আইসিডিতে আমদানি-রফতানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সোমবার (২৫ এপ্রিল) বেনাপোল স্থলবন্দরে তিন ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বন্দর দিয়ে দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমস ও অন্যান্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।

বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল মুন্নাফ বাংলানিউজকে জানান, ঢাকা আইসিডিসহ সারাদেশে আমদানি-রফতানি পণ্য খালাস করতে প্রতিনিয়ত কাস্টমস কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার হচ্ছেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের। হয়রানি বন্ধের বিষয়ে একাধিকবার আলোচনার টেবিলে বসা হলেও হয়রানি বন্ধ হয়নি। তাই বাধ্য হয়ে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।