ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন-ডিজেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন-ডিজেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি সিদ্ধান্ত মেনে পেট্রোল-অকটেনে ১০ টাকা এবং ডিজেল-কেরোসিনে ৩ টাকা কমিয়ে রোববার মধ্যরাত থেকে বিক্রি শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। দু’একটি ছাড়া প্রায় সবক’টি ফিলিং স্টেশন নতুন মূল্যে গাড়িতে পেট্রোল-অকটেন ও ডিজেল বিক্রি করছে।


 
রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। রাত ১২টার সঙ্গে সঙ্গে নতুন মূল্য কার্যকর করেছে ফিলিং স্টেশনগুলো। কিন্তু রাত ১২টার পরও মানিকদি এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনে আগের দামে বিক্রি করতে দেখা গেছে।
 
তবে সাড়ে ১২টার দিকে তারা ফিলিং স্টেশন বন্ধ করে দেয়। সকাল থেকে নতুন মূল্যে পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি শুরু করবে বলে জানান স্টেশন কর্তৃপক্ষ।  
 রাত সোয়া ১২টায় সুমাত্রায় পেট্রোল নিতে গেলে একজন গাড়ি চালক নতুন দাম কার্যকর কি না জানতে চান। তখন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আগের দাম রাখেন তার কাছ থেকে।  
 
এসময় বাংলানিউজের এ প্রতিবেদকে সুমাত্রা ফিলিং স্টেশনের ম্যানেজার জামান আহমেদ বলেন, নতুন মূল্য তালিকা অনুযায়ী তারা সোমবার সকাল থেকে বিক্রি শুরু করবেন। এখন আগের মূল্য তালিকা টানানো রয়েছে এটি ঠিক করতে হবে-বলেন তিনি।
 
মধ্যরাত থেকে কার্যকরার করার কথা থাকলেও কেন করেননি- জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনই বিক্রি বন্ধ করে দিচ্ছি।

তবে এরই মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বাস-মিনিবাস, ট্রাক পেট্রোলে-ডিজেল আগের দামে কিনেছে।

আগের লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা, পেট্রোল ৯৬ টাকা, অকটেন ৯৯ টাকা ছিল। এখন থেকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল, অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় পাওয়া যাবে।

মধ্য রাতে রাজধানীর মিরপুর ও মহাখালীসহ দিবারাত্রী খোলা থাকে এমন ফিলিং স্টেশনগুলোতে নতুন মূল্যে কম দামে পেট্রোলে ডিজেল কিনতে গাড়ির ভীড় দেখা গেছে।  
  
দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা প্রায় ৫৪ লাখ টন। এর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহৃত হয় পরিবহন খাতে। এর পরিমাণ ৪৫ শতাংশ। এ ছাড়া বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ, কৃষি খাতে ১৯ শতাংশ, শিল্প খাতে ৪ শতাংশ এবং গৃহস্থালি ও অন্যান্য খাতে ৭ শতাংশ। দেশে বছরে ১ লাখ ২০ হাজার টন অকটেন, ১ লাখ ৬০ হাজার টন পেট্রোল, আড়াই লাখ টন কেরোসিন ও ৩৩ লাখ টন ডিজেল ব্যবহৃত হয়।
 
গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে তেলের দাম কমানোর একটি প্রস্তাব পাঠায় জ্বালানি বিভাগ। এতে অকটেন ও পেট্রোল লিটারে ২১ টাকা এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৬ টাকা কামনোর প্রস্তাব করা হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অকটেন ও পেট্রোলে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিনে তিন টাকার কমানোর বিষয়টি অনুমোদন করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।