ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মে দিবসে এনবিআর চেয়ারম্যানের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ১, ২০১৬
মে দিবসে এনবিআর চেয়ারম্যানের শুভেচ্ছা

ঢাকা: মহান মে দিবসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এনবিআর ও সঞ্চয় অধিদফতরের সহকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
রোববার (০১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান।


 
স্ট্যাটাসে চেয়ারম্যান লেখেন, মহান মে দিবসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), এনবিআর ও সঞ্চয় অধিদফতরের কঠোর পরিশ্রম করা সব সহকর্মীদের শুভেচ্ছা জানাই। একইসঙ্গে এনবিআরের কাস্টমস, ভ্যাট ‍ও শুল্কের সব মাঠ সহকর্মীদের প্রতি শুভেচ্ছা।
 
সহকর্মীদের এ দিনে সব কিছু ভুলে দেশ ‍ও জনগণের মঙ্গল ও দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ০১, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।