ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করছে এপিজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ২, ২০১৬
‘বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করছে এপিজি’

ঢাকা: অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)।

আন্ত‍ঃদেশীয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা একথা বলেন।

সোমবার (০২ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুভঙ্কর সাহা বলেন, এ বৈঠকে গত অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কার্যক্রম মূল্যায়ন করা হয়।

তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবরে এপিজি’র একটি প্রতিনিধি দল বাংলাদেশ আসে। প্রায় দুই সপ্তাহের এ সফরে তারা স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) আর্থিক লেনদেনে সম্পৃক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে।

সাহা বলেন, এসব বৈঠকের পরে রুটিন ওর্য়াক হিসেবে বাংলাদেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অগ্রগতি যাচাইয়ের মূল্যায়ন প্রতিবেদন দেওয়ার কথা। এই মূল্যায়ন প্রক্রিয়াকেই মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন বলা হয়। বাংলাদেশে বর্তমানে তৃতীয় পর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়া চলছে।

এ মূল্যায়নে নেতিবাচক ফল উঠে আসলে এফটিএফের অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পুনরায় ঢুকে যেতে পারে বাংলাদেশ। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি সংকটে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।