ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক ফাঁকি সাড়ে ৮ কোটি টাকা

বিলাসবহুল সেই ‘অডিআর৮’ গাড়ি জব্দ

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ৪, ২০১৬
বিলাসবহুল সেই ‘অডিআর৮’ গাড়ি জব্দ

ঢাকা: অবশেষে জব্দ করা হলো মিথ্যা ঘোষণায় সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিশ্বখ্যাত সেই রেসিং কার ‘অডিআর৮’ ।
 
বুধবার (০৪ মে) দুপুরে বনানীর একটি গ্যারেজ থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গাড়িটি জব্দ করে।


 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়িটিকে শনিবার (৩০ এপ্রিল) থেকে বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ভার্সাটাইল অটোমোবাইলে নজরদারিতে রাখা হয়।
 
তিনি বলেন, কাগজপত্র যাচাই শেষে দেখা যায়, গাড়িটি আমদানিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে সাড়ে আট কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
 
২০১৩ সালে মংলা বন্দর দিয়ে ‘অডিটিটি’ ২৫০০ সিসি হিসেবে গাড়িটি ছাড় করা হয়। যদিও গাড়িটি ‘অডিআর৮’ ৫২০০ সিসি মডেলের।
 
সিসি, মডেল ও মূল্য তথ্য গোপন করায় নিট শুল্ক ফাঁকি হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। ২০১৩ সালে গাড়িটি আমদানি করা হলেও এখনো রেজিস্ট্রেশন করা হয়নি।
 
কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দিতে পারেনি। গাড়ির চেসিস নম্বর WUAZZZ424CN000185।
 
ঢাকার তুরাগ অটোওয়ান নামে একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করে। পরে একই বছরের ২৭ এপ্রিল মংলা বন্দরে (বিল অব এন্ট্রি ৩৪২৭) তা খালাস করে।
 
‘অডিটিটি’ ২৫০০ সিসি ঘোষণায় ৪৫১ শতাংশ শুল্ক হিসেবে ৩২ হাজার ৪৪১ মার্কিন ডলার পরিশোধ করে গাড়িটি খালাস করা হয়।
 
‘অডিআর৮’ ৫২০০ সিসি ৮৪১ শতাংশ শুল্ক হিসেবে প্রযোজ্য শুল্ক দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার মার্কিন ডলার। সিসি, মডেল ও মূল্য তথ্য গোপন করে এ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
 
দুই দরজার সাদা রঙের সুদর্শন গাড়িটি বিশ্বে রেসিং খেলায় ব্যবহৃত হয়। মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।
 
এর আগে শুল্ক গোয়েন্দা অধিদফতর কার্নেট সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকি দেওয়া পোরশে জিপ, লেক্সাস, রেঞ্জ রোভার, বিএমডব্লিউসহ বেশ কিছু গাড়ি জব্দ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরইউ/এএসআর

** আটক হচ্ছে শুল্ক ফাঁকির ‘অডি আর৮’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।