ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও বাংলাদেশে বড় বিনিয়োগে বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
আবারও বাংলাদেশে বড় বিনিয়োগে বিশ্বব্যাংক

ঢাকা: পদ্মা সেতুতে বিনিয়োগ আটকে দেওয়ার পর অবশেষে আবারও বাংলাদেশে বড় বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) এর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রায় এক হাজার কোটি টাকার সহযোগিতা করবে সংস্থাটি।


 
মঙ্গলবার (০৯ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি চিমিয়াও ফান।
 
বাংলাদেশকে বিশ্ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের জন্য আপাতত ১২০ মিলিয়িন মার্কিন ডলার বরাদ্দ ধরা হয়েছে। তবে বাংলাদেশের প্রস্তাব বিবেচনার পর এ বরাদ্দ আরও বাড়তে পারে।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্বব্যাংক। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি টিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হবে।

‘যে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল, তারা আবারও বাংল‍াদেশে বিনিয়োগ করছে। এর অর্থ কোনোকিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না’, যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে নৌ, সড়ক ও রেলপথ আধুনিকীকরণ ও গতিশীল করতে কাজ করবে বিশ্ব্যাংক। এছাড়া বন্দরগুলোও কার্যকর ও গতিশীল করে তুলতে সাহায্য করবে বিশ্ব সংস্থাটি।

বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।