ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছয় কর কমিশনারের দফতর বদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ছয় কর কমিশনারের দফতর বদল

ঢাকা: রাজস্ব প্রশাসনে আরও গতি আনতে, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় ছয় কর অঞ্চলের কমিশনারের দফতর বদল করা হয়েছে।

করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও জনকল্যাণে রাজস্ব সংগ্রহের লক্ষ্যে আয়কর বিভাগের আওতাধীন এসব কমিশনারের দফতর বদল করা হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর প্রশাসন) এম ইদ্রিস সিদ্দিকী স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ঢাকার কর কমিশনার সনজিত কুমার বিশ্বাসকে কর অঞ্চল-১ ঢাকায় বদলি করা হয়েছে।

বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) কর অঞ্চল-৪ ঢাকার কর কমিশনার মো. আলমগীর হোসেনকে বদলি করা হয়েছে।

কর আপিল অঞ্চল-৪, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) বেগম হুমায়রা সাইদাকে কর অঞ্চল-১১ (চলতি দায়িত্ব), ঢাকায় বদলি করা হয়েছে।

কর অঞ্চল-১, চট্টগ্রামের কর কমিশনার অপূর্ব কান্তি দাসকে কর অঞ্চল-১০, ঢাকায় বদলি করা হয়েছে।

কর অঞ্চল-৩, চট্টগ্রামের কর কমিশনার মো. নজরুল ইসলামকে কর অঞ্চল-১, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

কর অঞ্চল-৪, চট্টগ্রামের কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. মোতাহার হোসেনকে কর অঞ্চল-৩, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।