ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইবাইস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইবাইস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ইবাইস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির শিক্ষার্থীদের টিউশন ফি ও বিভিন্ন কালেকশন ও পেমেন্ট ইউসিবির শাখা নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান যিনি একই সঙ্গে ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এবং ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলম খান।    

চুক্তি আওতায়, ইউসিবির করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশন এই প্রক্রিয়া তত্ত্বাবধান করবে এবং অনলাইন লিংকের মাধ্যেমে ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির কাছে রিয়েল টাইম ফি কালেকশন তথ্য প্রদান করা হবে।

চুক্তি সইয়ের এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম ও মীর্জা মাহমুদ রফিকুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল; ইউসিবির হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের প্রধান খন্দকার জিবানুর রহমান; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এখলাছুর রহমান; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ডিরেক্টর (অ্যাকাউন্টস) মো. দেলোয়ার হোসেন; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির বোর্ডের ট্রাস্টিজের সদস্য তোফাজ্জল হোসেন জুয়েল এবং ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির উপদেষ্টা অধ্যাপক রুহুল আমিনসহ বিভিন্ন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।