ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমবাজারে নতুন দেশ জর্ডান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
শ্রমবাজারে নতুন দেশ জর্ডান

ঢাকা: শ্রমবাজারে আরও একটি দেশ যুক্ত হয়েছে। নতুন এ দেশের সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সম্মতি স্মারক (এমওইউ) হয়েছে।

শ্রমবাজারের নতুন দেশ জর্ডান বাংলাদেশ থেকে বেশ কিছু শ্রমিক নেবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বৈঠকে কমিটি সদস্য শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মাহফুজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগদান করেন।

জর্ডান ছাড়াও লেবানন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী বলে জানা গেছে। এরমধ্যে দিয়ে বাংলাদেশের শ্রম বাজার আরও প্রসারিত হল।

এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাতম কুয়েতসহ বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার কারণ নিরুপন এবং এ সব দেশে শ্রমবাজার সম্প্রসারণের করণীয় সম্পর্কে, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া বহির্ভুত দেশেগুলোতে বিশেষ করে ইতালী, রোমানিয়া, জার্মানিসহ ইইউভুক্ত দেশে জনশক্তি প্রেরণের কর্মপরিকল্পনা গ্রহণ করার তাগিদ দিয়েছে কমিটি।

দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে দেশব্যাপী (স্বল্প ও দীর্ঘমেয়াদী) প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর গতিশীলকরণের উদ্দেশে বছরভিত্তিক প্রশিক্ষিত জনসম্পদ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ওই জনসম্পদকে স্বল্প সময়ের মধ্যে বহির্বিশ্বে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

বৈঠক শেষে কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলানিউজকে বলেন, বিশ্বের অনেক দেশই আমাদের দেশ থেকে শ্রমিক নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এরমধ্যে জর্ডানের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

বিদেশে শ্রম বাজার আরো সম্প্রসারণের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অধিকহারে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লক্ষ্যে শ্রমিক গ্রহণকারী দেশসমূহের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয় কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে পদাধিকার বলে চেয়ারম্যান নিয়োগ করার বিষয়ে সুপারিশ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব, বিএমইটির মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।