ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের প্রতিনিধি দলের ডিএসই পরিদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
নেপালের প্রতিনিধি দলের ডিএসই পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করলো সিকিউরিটিজ বোর্ড অব নেপালের ৫ (পাঁচ) সদস্যের একটি প্রতিনিধিদল। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএসই পরিদর্শন করে প্রতিনিধি দল।

প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিনিধি দলকে বাংলাদেশের পুঁজিবাজার, প্রাইমারি মার্কেট, আইপিও’র ক্ষেত্রে ডিএসই’র ভূমিকা-ফিক্সড প্রাইস মেথড, বুক বিল্ডিং মেথড, সেকেন্ডারি মার্কেট, ট্রেডিং সিস্টেম, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট ইত্যাদি সম্পর্কে অবহিত করেন ডিএসই’র মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ইনচার্জ নিজাম উদ্দিন আহমেদ। এসময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়াও প্রতিনিধিদলকে ডিএসই’র প্রযুক্তিগত অবকাঠামো, প্রাইমারি মার্কেট সলিউশন্স এ-আইপিও ম্যানেজমেন্ট সিস্টেম ও বুক বিল্ডিং সিসেটম, ট্রেডিং সিস্টেম, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, পোস্ট ট্রেড সলিউশন্স ইত্যাদি বিষয়েও অবহিত করা হয়।  

ডিএসই’র সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতাকে নেপালের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিনিধি দল।  পরিদর্শন সময়ে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, ডিএসই দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পথ চলে ২১ নভেম্বর ২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে।  

তিনি বলেন, বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জসমূহের সঙ্গে ডিএসই’র আন্তঃযোগাযোগ রয়েছে। ডিএসই ওইসব স্বনামধন্য এক্সচেঞ্জসমূহের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে কিছু বিষয় ডিএসইতে বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বের যেকোনো উন্নত স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে।

সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মি. মুক্তি নাথ শ্রেষ্ঠের নেতৃত্ব প্রতিনিধি দলে আসা বাকিরা হলেন- সিডিএস অ্যান্ড ক্লিয়ারিংয়ের সিইও মি. দেব প্রকাশ গুপ্ত, নেপাল স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিনিয়র আইটি অফিসার মিসেস নিসা তিমিলসিনা, সিডিএস অ্যান্ড ক্লিয়ারিংয়ের আইটি অফিসার মি. বিকাশ ঢাকাল এবং সিনিয়র ফাইন্যান্স অ্যাসিস্টেন্ট মিস জুনু খাদকা।

এসময় ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আব্দুল মতিন পাটওয়ারী ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিমসহ ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএফআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।