ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাইসেন্স পেলো সোনারগাঁও ইকোনমিক জোন    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
লাইসেন্স পেলো সোনারগাঁও ইকোনমিক জোন     

ঢাকা: বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রাক-যোগ্যতা সনদপত্র পেয়েছে স্বনামধন্য ইকোনমিক গ্রুপের ‘সোনারগাঁও ইকোনমিক জোন’।
 
বুধবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এ সনদপত্র প্রদান করা হয়েছে।


 
অনুষ্ঠানে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুর আলী’র হাতে সনদপত্র তুলে দেন।
 
বেসরকারি খাতে ১১তম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে এ সনদপত্র প্রদান করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও ফিরোজপুর ইউনিয়নে এ অর্থনৈতিক অঞ্চল হবে।
 
অনুষ্ঠানে নুর আলী বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে লাখ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশ যাচ্ছেন। এ অর্থনৈতিক অঞ্চল হলে বিদেশ যেতে হবে না।
 
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ফলে বাংলাদেশ একদিন মালয়েশিয়াসহ অন্য দেশের জন্য উদাহরণ হবে। অর্থনৈতিক ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে।
 
তিনি বলেন, বেসরকারি খাতে এর আগে ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স দেওয়া হয়েছে। সোনারগাঁও ইকোনমিক জোন হবে দেশ সেরা, মডেল জোন।
 
এ জোনে বিনিয়োগে ইতোমধ্যে ভারত, জাপান, চীনসহ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। মডেল জোন হলে এখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
 
৩০০ একর জমি হলেও ভবিষ্যতে ৬০০ একরের হবে এ জোন। এখানে রপ্তানিযোগ্য পণ্য বিশেষ করে এলপিজি, মোটরবাইক, পেট্টো কেমিক্যাল, মোবাইলসহ ভারি কারখানা হবে।
 
বেজা চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বেজা ইতোমধ্যে ২০২ একর জমি ডেলেলপ করেছে। আগামী এক বছরে ৭৫ হাজার জমি ডেভেলপ করবে।
 
বেসরকারি খাতে ইতোমধ্যে স্বনামধন্য ১০টি বড় কোম্পানিকে ইকোনমিক জোনের সনদপত্র দেওয়া হয়েছে। আরো ১০টি জোনের সনদপত্র প্রসেসিং আছে।
 
৪টি বড় জোন পিপিপিতে দেওয়া হবে। সিরাজগঞ্জ ১০৩২ একরে দেশের সবচেয়ে বড় জোন ও শরীয়তপুরে ৫২৫ একর জমিতে জোন দেওয়ার প্রক্রিয়াধীন।
 
বেসরকারি খাতে জোন করতে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। হয়রানিমুক্ত ও বিনিয়োগ সুবিধা সম্বলিত সুযোগ দিতে আমরা চেষ্টা করছি বলে জানান তিনি।
 
অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য ড. মো এমদাদুল হক, মোহাম্মাদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পাল, ইউনিক গ্রুপের উপদেষ্টা সাবেক সচিব মো. মহসিন, আশরাফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বেজা’র জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  
                       
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।