ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুকরণীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুকরণীয়

ঢাকা: বাংলাদেশের অর্থনীতি বিশ্বের কাছে অনুসরণীয়-অনুকরণীয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (২৮ আগস্ট) সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের এই যে অর্থনীতি, এর অবদান আমাদের ব্যবসায়ীদের। তাদের নিরলস পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী সরকার, ব্যবসাবান্ধন সরকার। এই সরকারের আমলে রফতানি আমাদের এগিয়ে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করতেন। বঙ্গবন্ধু কন্যাও একই কাজ করেন। কে কী করলো, কে কী বললো, তাতে তিনি কান দেন না। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে।

এক সময় দেশে খাদ্যের অভাব ছিলো। আজকে আমরা খাদ্য রফতানি করতে পাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা শুধু তৈরি পোশাক রফতানি করি, চামড়া-চাসহ বিভিন্ন কিছু এখন রফতানি করছি।

অনুষ্ঠানে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ বছরের জন্য সর্বমোট ১১৩টি জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ করা হয়, যার মধ্যে ৫২টি স্বর্ণ, ৩৭ রুপা, ২৪ ব্রোঞ্জ ট্রফি ছিলো।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমইউএম/এইচএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।