ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাউজ বিল্ডিং ফাইন্যান্সের এমডি খালেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
হাউজ বিল্ডিং ফাইন্যান্সের এমডি খালেক

ঢাকা: বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল খালেক খান।

রোববার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল খালেক খানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের  ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নেন ড. নূরুল আলম তালুকদার। পরে এ পদে নিয়োগ পান জনতা ব্যাংকের ডিএমডি ওমর ফারুক।

ওমর ফারুক চলতি বছরের  ১২ মে  পিএলআরে যাওয়ার পর ভারপ্রাপ্ত এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম।
 
এদিকে আবারও এমডি হিসেবে নিয়োগ পেতে দীর্ঘদিন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও লাভ হয়নি ড. ন‍ূরুল আলম তালুকদারের।

এমডি থাকার সময়ে দরপত্র ছাড়াই কেনাকাটা, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।