ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠান

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
৩ ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠান  ফাইল ছবি

ঢাকা: সর্বোচ্চ ও সৎ করদাতাদের উৎসাহিত ও স্বীকৃতি দিতে ট্যাক্স কার্ডের পরিধি কয়েকগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
নীতিমালা সংশোধনের মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে।

সম্প্রতি এনবিআরের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
 
সভায় জাতীয় ট্যাক্স র্কাড নীতিমালা, ২০১০ ও জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতা পুরস্কার নীতিমালা ২০০৮ সংশোধনের সিদ্ধান্ত হয়।
 
এনবিআর সূত্র জানায়, ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য এ তিন ক্যাটাগরিতে কার্ড প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে পূর্বে ১০টি কার্ড প্রদান করা হলেও এবার থাকবে ৫৭টি।
 
কোম্পানি পর্যায়ে ১০টির স্থলে থাকবে ৪০টি ও অন্যান্য পর্যায়ে দেওয়া হবে ১১টি ট্যাক্স কার্ড। তিন ক্যাটাগরিকেও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
 
ব্যক্তি শ্রেণির কার্ডের মধ্যে দুইটি শ্রেণির ১৪টি ক্যাটাগরিতে ৫৭ জনকে দেওয়া হবে কার্ড। এরমধ্যে বিশেষ শ্রেণি ২০ জন, আয়ের উৎস বা পেশা অনুযায়ী অপর ৩০ জন।
 
কোম্পানি করদাতার মধ্যে ব্যবসায়ের খাতভিত্তিক ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে ৪০টি কার্ড। অন্যান্য ক্ষেত্রে চারটি ক্যাটাগরিতে ১১টি কার্ড দেওয়া হবে।
 
বিশেষ শ্রেণির মধ্যে সিনিয়র সিটিজেন পাঁচটি, গেজেটেড মুক্তিযোদ্ধা পাঁচটি, প্রতিবন্ধী দুইটি, নারী পাঁচটি ও তরুণ করদাতা তিনটি কার্ড পাবেন।
 
আয়ের উৎস বা পেশা অনুযায়ী ব্যবসায়ী পাঁচটি, বেতনভুক্ত চাকরিজীবী পাঁচটি, চিকিৎসক পাঁচটি, সাংবাদিক তিনটি আইনজীবী তিনটি, প্রকৌশলী তিনটি, স্থপতি দুইটি ও অ্যাকাউন্ট্যান্ট দুইটি ও অন্যান্য দুইটি কার্ড দেওয়া হবে।
 
কোম্পানির ১২টি ক্যাটাগরির মধ্যে ব্যাংকিং চারটি, অ-ব্যাংকিং আর্থিক চারটি, টেলিকমিউনিকেশন তিনটি, প্রকৌশল তিনটি, খাদ্য ও আনুষঙ্গিক তিনটি, জ্বালানি তিনটি, পাট তিনটি, স্পিনিং ও টেক্সাটাইল তিনটি, ওষুধ ও রসায়ন চারটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চারটি, রিয়েল এস্টেট তিনটি ও অন্যান্য তিনটি কার্ড পাবে।
 
অন্যান্য চারটি ক্যাটাগরির ১১টি কার্ডের মধ্যে ফার্ম চারটি, স্থানীয় কর্তৃপক্ষ একটি, ব্যক্তি সংঘ দুইটি ও অন্যান্য চারটি ট্যাক্স কার্ড দেওয়া হবে।
 
সূত্র জানায়, ২০১০ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে ১০ ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ করদাতাকে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করে আসছে এনবিআর।
 
রাষ্ট্রীয় কোষাগারে ব্যক্তি পর্যায়ে সাড়ে চার কোটি ও প্রতিষ্ঠান আড়াইশ কোটি টাকা প্রদান করলে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র দেওয়া হয়।
 
সূত্র আরো জানায়, ট্যাক্স কার্ড ও সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা বিমানবন্দরের সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেল বুকিং প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
 
বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যেকোনো ভ্রমণে বিমান, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে টিকেটপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
 
ট্যাক্স কার্ডধারীর স্ত্রী, স্বামী, ছেলে-মেয়ের ও নিজের চিকিৎসার সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
 
এদিকে, জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এর আলোকে দেশের প্রতিটি জেলা বা সিটি করপোরেশনে বিদ্যমান তিনজন সর্বোচ্চ, দুইজন দীর্ঘ সময় ও একজন নারী আয়কর দাতা এ সম্মাননা পাবেন।
 
এসব বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, সৎ করদাতাদের উৎসাহী করতে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে তরুণ ও নারী করদাতা।
 
তিনি বলেন, আগে পেশাভিত্তিক কার্ড প্রদান করা হতো না। এর ফলে বিভিন্ন পেশার অনেক কর উপযোগী ব্যক্তি কর প্রদানে উৎসাহী হতেন না। নতুন করে পেশাভিত্তিক কার্ড চালু করলে প্রতিটি পেশার মানুষ উৎসাহী হবেন।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আরইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।