ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিসিকের কর্মচারী সংসদের ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
সিসিকের কর্মচারী সংসদের ভোটগ্রহণ চলছে

সিলেট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মচারী সংসদ নির্বাচনের ২০১৬-১৮ ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

সকাল থেকে ভোট দিতে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকেন ভোটাররা।


সিসিকের কর্মচারী সংসদে দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পরিষদ দু’টি হচ্ছে তানহা-বাবুল পরিষদ ও বাছিত-রাজু পরিষদ। এছাড়া দু’জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সভাপতি পদে একজন ও অপরজন সহ সভাপতি পদে।   ১১টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন- হারান কান্তি সেন। সহ-নির্বাচন কমিশনার মো. তারা মিয়া। প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন ভূপাল রঞ্জন চন্দ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।