ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে রেডিসন ব্লুতে ‘আরইব্যা হানা’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ঈদে রেডিসন ব্লুতে ‘আরইব্যা হানা’ 

ঢাকা: ঈদের আনন্দ আরও বাড়াতে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু  চিটাগাং বে ভিউ নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন চমক।  

এরই অংশ হিসেবে ঈদে প্রথমবারের মত রেডিসন ব্লু  চিটাগাং বে ভিউ’তে অতিথিরা সুস্বাদু এরাবিয়ান খাবারের স্বাদ নিতে পারবেন।

রাজকীয় অ্যারাবিয়ান খাবারের পসরা সাজানো হয়েছে ঢাকার রেডিসন ব্লু বে ভিউ হোটেলে। অ্যারাবিয়ান খাবারের বৈচিত্র্যময় সমারোহের মধ্যে রয়েছে চিকেন খাবসা, মোতাবেল, ফাট্টুস, পনির সামবোসিক, বাবাগ্যানাস, ল্যাম্প ট্যাং সালাদ, লাবানি, হারিরা স্যুপ, ফালাফেল, খৌজি, জো জো কাবাব, শিক টাওক, বাসবুসা, চাবেকিয়া, ওমালি, বাকলাভাসহ অনেক সুস্বাদু মজাদার খাবার। সেই সঙ্গে আন্তর্জাতিক স্বাদের রকমারি বুফে খাবারও থাকবে।  

১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্যাকেজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে। এজন্য প্রতিজনে খরচ পড়বে মাত্র ২৯৫০ টাকা। বুকিংয়ে জন্য যোগাযোগ +88031619855 অথবা restaurant.booking@radisson.com

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আরএইচএস

***ঈদে ‘রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র ডাবল অফার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।