ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসই’র চেয়ারম্যান খুলনায় যাচ্ছেন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
সিএসই’র চেয়ারম্যান খুলনায় যাচ্ছেন শনিবার

খুলনা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ শনিবার (০৩ সেপ্টেম্বর) খুলনায় আসছেন।
 
ওই দিন দুপুর ১২টায় খুলনার বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএসইর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।


 
মহানগরীর শিল্প ব্যাংক ভবনের অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ হাউজের খুলনা শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
 
খুলনায় সিএসই’র এ কর্মশালার সমন্বয়ক ও অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ হাউজের চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক ওয়েজ আলী জামান শুক্রবার (০২ আগস্ট) বিকেলে বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিএসই কর্তৃপক্ষ ব্রোকার ডিলার, বিনিয়োগকারী ও বিভিন্ন পেশাজীবীর জন্য প্রশিক্ষণের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে। সিএসই ২০১৬ সালে সারা দেশে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর জন্য কর্মসূচি আয়োজন করছে। যার ধারাবাহিকতায় খুলনায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ কর্মশালায় সিকিউরিটিজ হাউজের প্রতিনিধি, বিনিয়োগকারী ও পেশাজীবীরা অংশগ্রহণ করতে পারবেন।

শিল্পনগরী খুলনায় ১৭টি সিকিউরিটিজ হাউজ রয়েছে। যেখানে প্রায় এক লাখের বেশি বিনিয়োগকারী ও সাড়ে তিনশ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।