ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন-বোনাসের বিষয়ে সরকার আপোসহীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বেতন-বোনাসের বিষয়ে সরকার আপোসহীন

ঢাকা: পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বোনাসের ইস্যুতে সরকার আপোসহীন বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। মঙ্গলবার (সেপ্টেম্বর ০৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ আয়োজিত এক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদে শ্রমিকদের বেতন বোনাস ইস্যুতে সরকার আপোসহীন। ৫ তারিখের মধ্যে বোনাস দেয়ার কথা ছিলো। আমার জানা মতে বোনাস দোয়ার বিষয়ে তোমন কোনো সমস্যা হয়নি। বেতনের ক্ষেত্রেও সমস্যা হবে বলে মনে হয় না। সমস্যা হলে মালিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, রানা প্লাজা ট্রাজেডির পর থেকে পোশাক শিল্পকে নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। রানা প্লাজায়তো ৫ টি ব্র্যান্ড অনেক দিন ধরে কাজ করেছে। তারা কি ভবনের অবস্থা দেখেনি! তারা কোনো দায় নেয়নি। একর্ড এলায়ান্সকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। ৩৯ শ কারখানা পরিদর্শন করে মাত্র ৪২টি কারখানা বন্ধ করা হয়েছিলো। কারখানা সংস্কারের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। ক্রেতারা  কোনো দায়তো নিচ্ছেই না বরং দাম কমিয়ে দেয়া হয়েছে। এমনই দ্বিমুখী আচরণের শিকার হচ্ছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।