ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি সারিন্দা-ধানসিঁড়ির!

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি সারিন্দা-ধানসিঁড়ির! ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর নামি-দামী সারিন্দা ও ধানসিঁড়ি রেস্টুরেন্টের বিরুদ্ধে এবার ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে রাজস্ব কার্যালয়ের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অনেক কম হারে ভ্যাট দিচ্ছে তারা।

প্রতিদিনের বিক্রি কম দেখিয়ে ও ইলেকট্রিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন ব্যবহার না করে ভ্যাট ফাঁকি দিচ্ছে রেস্টুরেন্ট দু’টি। ফলে প্রতি মাসেই বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার।

২০০৮ সালের ১৫ মে সরকার ১৭/মুসক/২০০৮ এর অধীনে হোটেল-রেস্তোঁরাসহ ১১টি ব্যবসা ও সেবার ক্ষেত্রে ইসিআর চালানের ব্যবহার বাধ্যতামূলক করে। কিন্তু ওই দুই রেস্টুরেন্টে ক্রেতাদের সাদা বা নীল প্যাডে পণ্য বা সেবার দামের কাঁচা চালান দেওয়া হচ্ছে। হাতে লেখা এ চালান দেওয়ায় এ খাত থেকে কাঙ্খিত রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস সূত্র জানায়, খাবারের বিল নেওয়ার সময় ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করার নিয়ম রয়েছে। একই সঙ্গে মুসক-১১ নামে চালানপত্র গ্রাহককে দিতে হয়। সংরক্ষণ করতে হয় একই চালানপত্রের কপিও।

কিন্তু অনুসন্ধানে জানা গেছে, সারিন্দা ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট এসবের কোনোটিই করছে না। ভ্যাট ফাঁকি দিতে বিক্রয় রেজিস্ট্রারে বেশিরভাগ সময়ই পণ্য বিক্রির আসল তথ্য উল্লেখ করে না তারা। ফলে প্রকৃত বিক্রির পরিমাণ জানতে পারছেন না সংশ্লিষ্ট ভ্যাট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার পণ্য বিক্রি করলেও রেস্টুরেন্ট দু’টির মালিকরা বিক্রি দেখাচ্ছেন মাত্র ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। এ হিসেব দেখিয়ে গত আগস্ট মাসে সারিন্দা রেস্টুরেন্ট ৬০ হাজার টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্ট ৫৫ হাজার টাকা ভ্যাট প্রদান করে।

মাস তিনেক আগে ভ্যাট ফাঁকির অভিযোগে সারিন্দা রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা হয়। তবে এখন পর্যন্ত ধানসিঁড়ি রেস্টুরেন্টের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানান রাজস্ব কার্যালয়ের এক পরিদর্শক।

তবে রাজস্ব কার্যালয়েরই অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এ ভ্যাট ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সূত্র।
 
ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের নবনিযুক্ত সহকারী কমিশনার মেহেরাজুল আলম সম্রাট বাংলানিউজকে জানান, রেস্টুরেন্ট দু’টি ইসিআর এবং মুসক-১১ চালান ব্যবহার করছে না। এ অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার বিধান রয়েছে। অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমএএএম/এএসআর

** জরিমানা হলেও বদলায় না সারিন্দা-ধানসিঁড়ি রেস্টুরেন্ট!
** নামি রেস্টুরেন্ট সারিন্দা-ধানসিঁড়ির অপরিচ্ছন্ন রান্নাঘর!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।