ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমেরিকান প্রযুক্তির মোটরসাইকেল আনছে রানার 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আমেরিকান প্রযুক্তির মোটরসাইকেল আনছে রানার 

ঢাকা: দেশি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লি. দেশে আমেরিকান প্রযুক্তির ইউএম-রানার ব্র্যান্ডের মোটরসাইকেল প্রস্তুত করতে যাচ্ছে।  

এ লক্ষ্যে রানার অটোমোবাইলস লি. আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

উচ্চক্ষমতা ও স্টাইলিস ইউএম-রানার ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো অক্টোবর থেকেই সারাদেশে রানার-এর নিজস্ব শোরুমে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সারাদেশে ছড়িয়ে থাকা সার্ভিস সেন্টারে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সহজলভ্য হবে রানার সার্ভিস সেন্টারে।

এ সহযোগিতার মাধ্যমে রানার অটোমোবাইলস লি. ভবিষ্যতে ইউএম ব্র্যান্ডের মোটরসাইকেলের আন্তর্জাতিক (ভারত, নেপাল, শ্রীলংকা) বাজারের জন্য মোটরসাইকেল প্রস্তুত করবে।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ইউএম জুয়ান বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ভিলেগাস সহযোগিতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পরে তারা রাজধানীর মালিবাগে ইউএম-রানার শপ উদ্বোধন করেন।  

রানার অটোমোবাইলস লি. এর  নির্বাহী  পরিচালক মুকেশ শর্মা বলেন, আগামী ৬ মাসে আরো ৬০টি শোরুম উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।