ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিককল্যাণ তহবিলে রবি ও হেইডেলবার্গ সিমেন্টের অনুদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
শ্রমিককল্যাণ তহবিলে রবি ও হেইডেলবার্গ সিমেন্টের অনুদান

ঢাকা: দুই বছরের মুনাফার ওপর ভিত্তি করে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি ও হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে দু’টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করে।

রবি’র ২০১৫-১৬ অর্থবছরের লভ্যাংশ থেকে ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৬৫ টাকা এবং হেইডেলবার্গ সিমেন্ট কোম্পানির ৯৯ লাখ ৮৩ হাজার টাকার চেক হস্তান্তর করে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশি-বহুজাতিক কোম্পানিসহ ৭১টি প্রতিষ্ঠান এ তহবিলে ১শ ৮০ কোটি টাকার বেশি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব আ ক ম কাশেম মাসুদ, রবি’র মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান, করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, করপোরেট ফাইনান্স বিভাগের প্রধান মো. আলাউদ্দিন এবং হেইডেলবার্গ সিমেন্ট কোম্পানির চট্টগ্রামের প্রেসিডেন্ট জামাল হোসেন সরকার, আব্দুল হামিদ এবং সেক্রেটারি ইকবাল নাসের।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসএমএ/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।