ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আড়াই হাজার কোটি টাকার ব্যবসা বাধাগ্রস্ত: বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আড়াই হাজার কোটি টাকার ব্যবসা বাধাগ্রস্ত: বিজিএমইএ

ঢাকা: চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ও ট্রেইলারের চারদিনের ধর্মঘটে প্রায় আড়াই হাজার কোটি টাকার পোশাক শিল্পের ব্যবসা বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজিএমই ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ থেকে জানানো হয়েছে, দেশের পোশাক শিল্পের রফতানি ২৮ বিলিয়ন ডলার। সে হিসেবে গত চার দিনের টানা ধর্মঘটে প্রায় আড়াই হাজার কোটি টাকার পোশাক শিল্পে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের বিভিন্ন পর্যাযের কর্মকর্তাদের হস্তক্ষেপে চার অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।

তবে এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর গাফিলতিকে দায়ী করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়া সম্পর্কে আমাদের আগে কেউ কিছু অবহিত করেনি। তারপর আমরা যখন জানতে পারলাম তখন সব জায়গায় যোগাযোগ করতে হয়েছে। আমাদের আজকের যে পরিস্থিতি তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অনেকাংশে দায়ী। আমাদের ২৮ বিলিয়ন ডলারের রফতানির হিসেবে গড়ে এ চারদিনে বড় অংকের ব্যবসা বাধাগ্রস্ত হয়েছে। আমি এজন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমাদের ক্ষতিপূরণ চাই।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ সভাপতি ফারুখ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।