ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের মামলা অগ্রাধিকার পাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এনবিআরের মামলা অগ্রাধিকার পাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এনবিআরের মামলা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। তবে যোগাযোগ বাড়ালে এ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।



সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বিসিএস কর একাডেমিতে ‘উচ্চতর আদালত-হাইকোর্ট বিভাগের বিচারাধীন আয়কর, শুল্ক ও মূসক বিষয়ক মামলা ব্যবস্থাপনা’-শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সমস্ত ডিপার্টমেন্টের মামলার চেয়ে এনবিআরের মামলা সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আমাদের পক্ষ থেকে অগ্রাধিকার সবসময় পাবেন। আমাদের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করে আপনাদের মামলা আগে তুলে ধরার জন্য।

মাহবুবে আলম বলেন, যারা বেশি যোগাযোগ করেন বাধ্য হয়ে তাদের মামলাটি আগে করি। এক্ষেত্রে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এগিয়ে, মামলার বিষয়ে সবচেয়ে বেশি যোগাযোগ করেন। এনবিআরের কর্মকর্তাদের যোগাযোগ্য বাড়াতে হবে।

আয়কর আইন সম্পর্কে বলেন, বাংলাদেশে যত আইন আছে তার মধ্যে আয়কর আইন বেশ পুরাতন। যার বেশিরভাগ পরিবর্তন হয়নি। এ আইন নিয়ে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই।

রাজস্ব মামলা পরিচালনায় সৎ ও কর্মঠ দু’জন কর্মকর্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, মামলা পরিচালনায় গতি ও সৎ থাকতে হবে। দেশটা অনেক কষ্টের। সেখানে নিজের শুধু নিজের জন্য নয়, দেশের জন্য চিন্তা করতে হবে।

ট্যাক্স ডিপার্টমেন্টকে মানুষের দেহের সঙ্গে তুলনা করে বলেন, প্ল্যানিং হলো মানুষের মাথা। ট্যাক্স ডিপার্টমেন্ট মানুষের হার্ট, পা দু’টি রাষ্ট্র এগিয়ে যাওয়ার সমৃদ্ধি, হাত দু’টি যুদ্ধ করার। হার্ট যদি ব্লাড সাপ্লাই না দেয় ব্রেন, পা কোনো কিছু কাজ করবে না।
ট্যাক্স ডিপার্টমেন্টকে সচল রাখা, সৎ রাখা ও দেশপ্রেমিক চেতনায় উদ্ধুদ্ধ করা- এটা সবচেয়ে বড় ব্যাপার বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, পদ্মাসেতু নিজস্ব অর্থায়ন হচ্ছে। অর্থায়ন হচ্ছে বলা সহজ, দায়িত্বটা আপনাদের। আপনারা অর্থ আদায়ে ছক কাটবেন, আমরা আইনজীবীরা অর্থ আদায়ে আপনাদের সহযোগিতা করবো।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, দেশে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য যে রাজস্ব প্রয়োজন তা সংগ্রহে কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন।
 
রাজস্ব মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতি ও অ্যার্টনি জেনারেলের ভূমিকার প্রশংসা করে তিনি এনবিআরের পক্ষ থেকে ১৫টি প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া রাজস্ব মামলার বিষয়ে অ্যার্টনি জেনারেলের কার‌্যালয় থেকে ১৩টি পর‌্যবেক্ষণ ও সুপারিশমালা দেওয়া হয়।
 
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিনও বক্তব্য রাখেন। এসময় এনবিআর সদস্য অ্যার্টনি জেনারেল কার‌্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।