ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিকের নতুন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
বিসিকের নতুন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার মুশতাক হাসান মুহ. ইফতিখার

ঢাকা: সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) নতুন চেয়ারম্যান হয়েছেন মুশতাক হাসান মুহ. ইফতিখার।

সোমবার (০৩ অক্টোবর) বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি সরকারের অতিরিক্ত সচিব। ১৯৬০ সালে জয়পুরহাটের সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৮২ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল, বি (সম্মান), এলএল, এম ও যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতোকোত্তর (ডিগ্রি) অর্জন করেন।

বিসিকে যোগদানের আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তাছাড়াও তিনি মাঠপর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দাম্পত্যজীবনে মুশতাক হাসান দুই পুত্র (ছেলে) সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।