ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে সারিন্দা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
ময়মনসিংহে সারিন্দা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ: নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন নগরীর সি কে ঘোষ রোডস্থ রেস্টুরেন্টটির প্রধান শাখায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন বাংলানিউজকে জানান, অপরিচ্ছন্ন খোলামেলা পরিবেশে রেস্টুরেন্টটি খাবার রেখেছিল। খাবারের উপর হামেশাই মশা-মাছি ভনভন করছে। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯’র ৫৩ ধারায় রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়।

এর আগে গত পহেলা সেপ্টেম্বর ‘নামি রেস্টুরেন্ট সারিন্দা ও ধানসিঁড়ির অপরিচ্ছন্ন রান্নাঘর’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পরই নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একে একে বেরিয়ে আসে তাদের ভ্যাট ফাঁকির কাহিনীও।

বাংলানিউজে ওই সময় আবারো প্রকাশিত হয় ‘জরিমানা হয় তবুও বদলায় না সারিন্দা-ধানসিঁড়ি রেস্টুরেন্ট’ এবং ‘বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি দেয় সারিন্দা-ধানসিঁড়ি রেস্টুরেন্ট। ’

মূলত এসব প্রতিবেদনের জের ধরেই ভ্রাম্যমাণ আদালত সারিন্দা রেস্টুরেন্টে অভিযান চালায় এবং ভোক্তাদের সঙ্গে তাদের প্রতারণার চিত্র হাতেনাতে ধরে জরিমানা করে।

এদিকে, একই সময়ে অনুমোদনবিহীন সার্জিক্যাল দ্রব্য বিক্রির অপরাধে নগরীর সি কে ঘোষ রোডস্থ আকন্দ বিতানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। পরে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএএএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।