ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেঙ্গল ইনস্টিটিউটের ‘আগামীর ঢাকা’ প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বেঙ্গল ইনস্টিটিউটের ‘আগামীর ঢাকা’ প্রস্তাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সার্বিক চাপ কমাতে ঢাকাসহ পার্শ্ববতী এলাকার সঙ্গে অন্তঃযোগাযোগ এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমগ্র অঞ্চলের জনসংখ্যা-অর্থনীতি বিন্যাস, বণ্টনের দ্বারা আগামীর ঢাকার (ঢাকা নেক্সাস) ধারণা দিয়েছে বেঙ্গল ইনস্টিটিউট।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রস্তাব তুলে ধরেন বেঙ্গল ইনস্টিটিউটের আগামীর ঢাকার প্রধান নির্দেশক কাজী খালিদ আশরাফ।

ধারণার আওতায় ঢাকা শহরকে বহুকেন্দ্রীয় এবং বিকেন্দ্রীকরণ করা; বিদ্যমান শহর থেকে সার্বিক চাপ কমানো; ছোট শহরগুলো নিয়ে নেটওয়ার্ক তৈরি করা ইত্যাদি।

এ সময় বেঙ্গল ইনস্টিটিউটের চেয়ারপারসন ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
‍অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, সার্বিকভাবে প্রস্তাবটি ভালো। এই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। প্রস্তাব বাস্তবায়নে ব্যবহৃত অধিকাংশ জায়গা ব্যক্তি মালিকানাধীন। সরকারি জায়গা খুব কম। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসুরুল হামিদ বিপু বলেন, বেঙ্গলের এই প্রস্তাব সরকারের প্রস্তাবের সঙ্গে যুক্ত করা দরকার। কারণ কারওয়ান বাজারের মার্কেট সরিয়ে অন্যত্র নেওয়ার মতো জায়গা নেই। এ ধরনের মার্কেট রিপ্লেস করার জায়গা না পেলে সরানো সম্ভব হবে না। এছাড়া চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী গুলশান-বনানীর ঝুলন্ত তার মাটির নিচে নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা বদলাতে শুরু করেছে। বদলে যাচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়া সরকারের সহায়তা ছাড়া উন্নয়ন করা যাচ্ছে না, তার কারণ করপোরেশন থেকে আয় হয় তা কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেই শেষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, নানা রকম সমস্যা আছে। সবগুলো একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে করার চেষ্টা করছি। গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় অনেক ধনী মানুষ সিটি করপোরেশনের জায়গা দখল করে রেখেছেন।
 
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।