ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার,ঢাকা: আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি  এ তথ্য জানান।

আমু বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি সাভারে স্থানান্তর না করলে ০১ জানুয়ারি থেকে হাজারীবাগের সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরে ট্যানারি মালিকরাও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী।

পরে মন্ত্রী চামড়া শিল্প নগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে শিল্প সচিব মোশারফ হোসেন ভূঁইয়াসহ ট্যানারির বিভিন্ন সংস্থার মালিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।