ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশককে জরিমানা

সিলেট: সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় সিলেটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশক বকুল মিয়াকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে নগরীর শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে কোম্পানির পরিবেশককে এ জরিমানা করা হয় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত সূত্র।

এ সময় বিপুল পরিমাণ ধূমপান জাতীয় পণ্যের বিজ্ঞপণ প্রচারে ব্যবহৃত ছাতা, পোস্টার, লিফলেট জব্দ করে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

নগরীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃতে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কর্যালয়ের পেশকার এখলাছুর রহমান, তামাকমুক্ত সিলেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার শেফালী বেগম, মিডিয়া অফিসার মুরাদ বক্স, ফিল্ড অফিসার তানিয়া আক্তার।

ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় সহায়তা করে এসএমপি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।