ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে এসবিএসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বাগেরহাটে এসবিএসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: বাগেরহাটের ফকিরহাটে লকপুর গ্রুপের করপোরেট কার্যালয়ের সম্মেলন কক্ষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘এএমএল-সিএফটি’ এর উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ অক্টোবর) কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক।

বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. আব্দুল হামিদ ও উপ-মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন।

এসবিএসি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মান্নান বেপারী এবং খুলনা জোনের প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক এস.এম ইকবাল মেহেদী কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন।

এসময় কর্মশালায় ব্যাংকের খুলনা জোনের ১৫ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসই/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।