ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আইসিসিবিতে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো’ ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গৃহসজ্জার নানা সামগ্রী নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) শুরু হয়েছে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ এবং ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজি’র চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ প্রদর্শনী দু’টির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবন ধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে, এর প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। উন্নয়নের এই ধারায় যারা গৃহসজ্জার পণ্য তৈরি করছেন তাদেরও প্রতিনিয়ত পরিবর্তন আনতে হচ্ছে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ব্যবসা বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা এই দেশে সফলভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন। গৃহসজ্জা সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানও সাধারণ মানুষের চাহিদা মতো পণ্য উৎপাদন করছে, ভবিষ্যতে এতে আরও পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের আয়োজিত এ প্রদর্শনী আগামী ২৯ অক্টোবর (শনিবার) পর্যন্ত চলবে।

যৌথভাবে প্রদর্শনী দু’টির ব্যবস্থাপনায় রয়েছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেড।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রথমবারের মতো আয়োজিত এক্সপো দুটিতে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, হোটেল ও হসপিটালিটি শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পারটেক্স স্টার গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. কামরুজ্জামান, সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং নন্দ গোপাল কে, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিউশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
টিএইচ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।