ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিউ ইস্কাটনে টিভিএস এর নতুন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
 নিউ ইস্কাটনে টিভিএস এর নতুন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটনে উপমহাদেশের জনপ্রিয় টু-হুইলার এবং থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএস-এর নতুন শো-রুম উদ্বোধন হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) শো-রুমটি উদ্বোধন করনে টিভিএস অটো বাংলাদেশ লিমিটিডের ভাইস চেয়ারম্যান আকতার হুসাইন।



এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিভিএস অ্যান্ড সন্স ইন্ডিয়া ডিরেক্টর এস. সান্থানা গোপালান, এস. কৃষ্ণর্মূতি এবং জি. শ্রীনিভাস রাঘভান। টিভিএস অটো বাংলাদশ লিমিটিডের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব অপারেশন্স বিপ্লব কুমার রায়, হেড অফ বিজনেস (টু হুইলার) মৃগেন ব্যার্নাজী এবং  ঊধ্বতন র্কমর্কতারা।

রাজধানীর নিউ ইস্কাটন রোড সংলগ্ন ১২১/৪ নম্বর প্লটে (জনকণ্ঠ ভবনের বিপরীতে) অবস্থিত এই শো-রুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস  অ্যাপাচি আরটিআর  ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি,  উইগো, স্কুটি পেপ প্লাস এবং থ্রি হুইলার টিভিএস কিংসহ সকল পণ্যের জেনুইন পার্টস পাওয়া যাচ্ছ।

উল্লখ্যে, উদ্বোধনের পরবর্তী ৭ দিন র্পযন্ত এই শো-রুম থেকে যে কোনো টিভিএস  বাইক বা থ্রি হুইলার কিনলেই গ্রাহকরা পাবেন নিশ্চিত উপহার। বিজ্ঞপ্তি

বাংলাদশে সময়: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।