ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো ‘বসুন্ধরা ব্রাউন আটা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বাজারে এলো ‘বসুন্ধরা ব্রাউন আটা’ ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ‘বসুন্ধরা ব্রাউন আটা হোক আপনার পরিবারের ডাইজেস্টিভ পার্টনার’-এই লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি. বাজারে নিয়ে এলো পরিমিত মাত্রার গ্লুটেন সমৃদ্ধ প্রাকৃতিক স্বাদে পরিপূর্ণ ‘বসুন্ধরা ব্রাউন আটা’।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২এ এক অনুষ্ঠানে ‘বসুন্ধরা ব্রাউন আটা’র বাজারজাতকরণের বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার রশিদুল আহাসান বিমান, এইচওও ক্যাপ্টেন রুহুল আমীন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, পরিমিত মাত্রার গ্লুটেন সমৃদ্ধ বসুন্ধরা ‘ব্রাউন আটা’ উন্নত বিশ্বের ফর্মূলা নিয়ে তৈরি । যা ‘সেলিয়াক’ রোগের সংক্রমণ থেকে রক্ষা করবে। মাইক্রো-ফাইবার সমৃদ্ধ এ আটা কোলন ক্যান্সার  ও ডায়াবেটিক ঝুঁকি কমাবে। এছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট ও মাল্টি ভিটামিন সমৃদ্ধ বসুন্ধরা ব্রাউন আটা বার্ধক্য প্রতিরোধ ও ভিটামিনের অভাব পূরণ করবে।

আরো জানানো হয়, বসুন্ধরা ব্রাউন আটা হাতের স্পর্শমুক্ত স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় প্রস্তুত ও মান সম্পন্ন ফুডগ্রেড এলএলডিপিই (LLDPE)  এয়ার টাইট প্যাকে প্যাকেটজাত করা। তাই এ আটা সবসময় টাটকা। সম্পূর্ণ প্রিজারভেটিভবিহীন দেশীয় গম থেকে প্রস্তুত বসুন্ধরা ব্রাউন আটা প্রাকৃতিক স্বাদে পরিপূর্ণ। অধিক মাত্রায় জলীয় উপাদান শোষণ করে এ আটা দীর্ঘ সময় পযর্ন্ত রুটি রাখে নরম ও সুস্বাদু।

ভোক্তাদের জন্য এই ব্রাউন আটা খুব শিগগিরই সকল সুপারশপ, ভ্যালুশপ  ও অন্যান্য আউটলেটে পাওয়া যাবে। এর খুচরা মূল্য ৪৬ টাকা বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৬
এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।