ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
আয়কর মেলায় প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলা-২০১৬ তে প্রতিবন্ধী ও ৬৫ বছরের ঊর্ধে বয়স্ক সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ সুবিধা দিতে তাদের জন্য আলাদা বুথ খোলা হয়েছে।

৬৬ নম্বর বুথে প্রতিবন্ধীদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এরমধ্যে আয়কর রিটার্ন দাখিল, আয় ও কর পরিগণনা, রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

একটি পাটের ব্যাগসহ কিছু উপহার সামগ্রীও পাচ্ছেন প্রতিবন্ধীরা। বুধবার (২ নভেম্বর) এই বুথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সহকারী কর কমিশনার হেবজুল বারী খান।

তিনি বাংলানিউজকে বলেন, আয়কর মেলায় প্রতিবন্ধীদের জন্য সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। তারা আমাদের মেহমান। শুধু তারা বুথে আসবেন বাকি আয়কর সংক্রান্ত কাজগুলো আমরা করবো।

প্রতিবন্ধী বুথের পাশেই ৬৫ নম্বর বুথটি সিনিয়র সিটিজেনদের জন্য। নগরীর উত্তরা থেকে এসেছেন এএন হাফিজ আহমেদ (৭০)। মেলায় সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা বুথ খোলায় অনেক খুশি তিনি।

হাফিজ আহমেদ বাংলানিউজকে বলেন, ৬৫ বছরের অধিক যাদের বয়স তাদের জন্যই এই বুথ। এখানে আয়কর সংক্রান্ত সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

১ নভেম্বর (মঙ্গলবার) থেকে আগামী ৭ নভেম্বর (সোমবার) সারাদেশে শুরু হয়েছে আয়কর মেলা। ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাতদিন ও অন্য সব জেলা শহরে মেলা চলবে চারদিন। দ্বিতীয়বারের মতো ২৯ উপজেলায় দুইদিন এবং ৫৭ উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় বুধবার (২ নভেম্বর) ২১টি জেলায় মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত হচ্ছে। প্র্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিনে সব শ্রেণি পেশার মানুষ মেলায় ভিড় করেছেন। বিশেষ করে তরুণদের আয়কর মেলা নিয়ে আগ্রহ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআইএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।