ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে ই-ফাইলিং বুথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
আয়কর মেলায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে ই-ফাইলিং বুথ ছবি: দীপ মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আয়কর মেলার ৫৫ নম্বর স্টলটি ই-ফাইলিং বুথ। করদাতাদের যত আগ্রহ যেনো এই বুথকে কেন্দ্র করেই।

এ বুথের স্লোগান- ‘অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করুন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় অংশ নিন’।

মেলার দ্বিতীয় দিন বুধবার (২ নভেম্বর) দেখা যায়, ই-ফাইলিং বুথের সামনে থেকে ভিড় যেনো সরছে না।

অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় সে বিষয়ে সেখানে জানতেই করতাদারা ভিড় করছেন বললেন- বুথের দায়িত্বে থাকা কর্মকর্তা ও ‘কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা’র সদস্য কালীপদ হালদার।

তিনি জানান, করদাতারা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে প্রথমে একটি ই-ফাইল খুলতে হবে, অনলাইনে (www.etaxnbr.gov.bd) যে কেউ এই ই-ফাইল খুলতে পারবেন। তারপর নির্দেশিত নিয়মে রিটার্ন দাখিল করতে পারবেন।

ওই কর্মকর্তা আরও বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে গত দুই দিনে এই বুথ থেকে এক হাজারের বেশি করদাতা সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় ৩০০ জন ই-ফাইল খুলেছেন।

ই-ফাইলিংয়ের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করায় করতাদাদের মূল্যবান সময় বাঁচবে-শ্রম লাঘব হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
টিএইচ/এটি

**
প্রতিবন্ধী করদাতাদের সাড়া নেই
** আয়কর মেলায় প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা
** আয়কর মেলায় ৪ রুটে ৮টি বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।