ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলার দ্বিতীয় দিনে রাজস্ব আদায় ৫৩৩ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
আয়কর মেলার দ্বিতীয় দিনে রাজস্ব আদায় ৫৩৩ কোটি টাকা

ঢাকা: সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন বুধবার (০২ নভেম্বর) সারাদেশ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা। যা গত বছরের মেলার দ্বিতীয় দিনের চেয়ে ১ দশমিক ৩১ শতাংশ বেশি।

 

২০১৫ সালের আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫২৬ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৩৪১ টাকা আদায় হয়েছিল।   

আয়োজকরা জানিয়েছেন, বুধবার মোট ১ লাখ ৫ হাজার ৩৫৭ জন করদাতা সেবাগ্রহণ করেন। রিটার্ন দাখিল করেন ১৭ হাজার ২১৮ জন। এছাড়া মোট ৩ হাজার ২২৮ জন করদাতা ই-টিআইএন গ্রহণ করেছেন। এতে প্রবৃদ্ধি ১৪২ শতাংশ।

মেলার দুই দিনে মোট আয়কর আদায় হয়েছে ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা।

প্রথম দিনে ১৯১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা আয়কর আদায় হয়েছিল। এদিন আয়কর আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৪.৯৪ শতাংশ।

এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।