ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিপিপি’র পালে হাওরের হাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
পিপিপি’র পালে হাওরের হাওয়া

ঢাকা: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে অর্থায়ন করবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পিপিপি’র সঙ্গে ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমার বিশ্বাস আজকের এই প্রকল্প চুক্তির ফলে পিপিপি’র হালে একেবারে হাওরের হাওয়া লেগেছে।

মুহিত বলেন, আমি অভিযোগ করে, শত চেষ্টার পরও বিনিয়োগ তেমন বাড়াতে পারিনি। সরকারি বিনিয়োগ বেড়েছে কিন্তু ব্যক্তি মালিকানাখাতে আমরা বিনিয়োগ বাড়াতে পারিনি। আজকের অনুষ্ঠানে বিনিয়োগখাত সংশ্লিষ্ট অনেকগুলো চুক্তি সই হলো। আমার মনে হচ্ছে, দুঃখের অবসান হতে চলেছে। যে বিনিয়োগ নিয়ে আমরা চিন্তা করছি, সেই বিনিয়োগের দ্বারটা উন্মোচিত হচ্ছে।

যারা ১৩০ বছর আগে এই দেশে রেলওয়ে নির্মাণ করেছিলো, তারা ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলওয়ে নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি রেল মন্ত্রণালয় বিবেচনা করছে। ঢাকা থেকে পায়র‍া পর্যন্ত সড়ক নির্মাণ নিয়েও আলোচনা হচ্ছে।

বর্তমান প্রধানমন্ত্রী একজন নন্দিত নেতা। তার নেতৃত্বে আমরা উন্নয়ন উদ্যোগে ভারত এবং চীনের সঙ্গে এক কাতারে যাওয়ার চেষ্টা করছি। অনেকেই পিপিপি’র কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। আমি বলতে চাই, পিপিপি আমাদের দেশে যথেষ্ট গতিতে চলছে।
 
এ সময় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, পিপিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আফসর এইচ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।