ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক্সটাইল শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
টেক্সটাইল শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা: ভিন্ন ধারার গার্মেন্টস টেক্সটাইল শিল্পের তিনদিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসি বি) ‘দি গার্মেন্টস টেক্সটাইল মেশিনারিজ  এক্সেসরিজ অ্যান্ড টেকনোলজি’ (জিটিএমটি), ‘সোর্সিং প্রদর্শনী ২০১৬’ এবং ‘ ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিকস সোর্সিং প্রদর্শনী ২০১৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি মুশারফ হোসেন ভুঁইয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমই’র সিনিয়রসহ-সভাপতি মনসুর আহমদ এবং বিজিইপিএমই’র সভাপতি আব্দুল কাদের খাঁন এবং প্রদর্শনীর আয়োজক রোকসানা বেগম, চেয়ারম্যান, কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড।

এ প্রদর্শনী আয়োজনে রয়েছে কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, তুরস্ক, হংকং ও চীনের বিভিন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।

এর সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে লুব্রিকেন্টস এশিয়া ফুকস এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে লুব্রিফ বাংলাদেশ।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।