ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে তিনদিনে সাড়ে ১০ কোটি টাকা কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সিলেটে তিনদিনে সাড়ে ১০ কোটি টাকা কর আদায়

সিলেট: আয়কর মেলা শুরুর প্রথম তিনদিনে সিলেটে ১০ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৮৩৪ টাকার কর আদয় হয়েছে। সেবা গ্রহণ করেছেন মোট ৪ হাজার ৭০ জন, রিটার্ন দাখিল করেছেন ৭৬২ জন।

এছাড়া ৩৬৫ জন নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আয়কর মেলার তৃতীয় দিনে পাঁচ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৫৩৪ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন দুই হাজার ৪শ’৩৬ জন, রিটার্ন দিয়েছেন ৫২৫ জন এবং নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন ১২৬ জন।

এর আগে ০১ নভেম্বর (মঙ্গলবার) সকালে নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাতদিন ব্যাপী কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথমদিনে কর আদায় হয়েছিল দুই কোটি এক লাখ ৭২ হাজার ৭৭৩ টাকা, সেবা গ্রহণে করেন ৬৪৭ জন, রিটার্ন দাখিল করেন ৬২ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১১৫ জন।

পরদিন ২ নভেম্বর (বুধবার) মেলার দ্বিতীয় দিনে সিলেটে কর আদায় হয় তিন কোটি ১৮ লাখ পাঁচ হাজার ৫২৭ টাকা, সেবা গ্রহণে করেন ৯৮৭ জন, রিটার্ন দাখিল করেন ২৭৫ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১২৪ জন।

এছাড়া মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত মেলার দু’দিনে কর আদায়ের পরিমাণ নয় লাখ ৪৯ হাজার ৪৩৫ টাকা। দু’দিনে সেবা গ্রহণ করেন এক হাজার ২৩০ জন, রিটার্ন দাখিল করেন ২৫৮ জন এবং এ যাবত নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন মোট ৪৮ জন।  

ওই জেলায় মেলার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কর আদায়ের পরিমাণ ছয় লাখ ৮০ হাজার, সেবা গ্রহণ করেছেন ৭৫৪ জন, রিটার্ন দাখিল ১৪১, নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন ২৯ জন।

এই জেলায় প্রথম দিনে দুই লাখ ৬৯ হাজার ৪৩৫ টাকা কর আদায় হয়। এদিন সেবা গ্রহণ করেন ৪৭৬ জন, রিটার্ন দাখিল করে ১১৭ জন এবং নতুন করদাতা নিবন্ধিত হন ১৯ জন।

এছাড়া বৃহস্পতিবার হবিগঞ্জে মেলার প্রথম দিনে দুই লাখ ৭৫ হাজার টাকা কর আদায় হয়। সেবা গ্রহণ করেন ৫৯৮ জন, রিটার্ন দাখিল করেন ১০১ জন, নতুন নিবন্ধিত হন ২৮ জন।

সেই সঙ্গে শ্রীমঙ্গলে একদিনের ভ্রাম্যমাণ মেলা থেকে এক লাখ ১৯ হাজার টাকা কর আদায় হয়, সেবা নেন ২৭৬ জন, রিটার্ন দাখিল করেন ৪৩ জন এবং চারজন নতুন ইটিআইএন নিবন্ধিত হন।    

বিভাগীয় নগরী সিলেটে সাতদিন মেলা চললেও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ চারদিন করে মেলা চলবে। এছাড়াও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দু’দিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এনইউ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।