ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারায়ণগঞ্জে চারদিনে কর আদায় ১ কোটি ৬৫ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
নারায়ণগঞ্জে চারদিনে কর আদায় ১ কোটি ৬৫ লাখ টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: সুখি স্বদেশ গড়তে ভাই/ আয়করের বিকল্প নাই- স্লোগানে শুরু হওয়া চার দিনব্যাপী আয়কর মেলায় নারায়ণগঞ্জ জোনে কর আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৫২৪ টাকা।

 

এছাড়াও এ বছর ৭ হাজার ১৭৩ জন করদাতা সেবাগ্রহণ করেছেন।

যেখানে ৪৪৭ জন ই-টিআইএন নিয়েছেন, তিন জন টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন এবং এক হাজার ৪৮৯ জন করদাতা তাদের রির্টান জমা দিয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ কর অঞ্চল সদর দপ্তর (প্রশাসন) উপ কর কমিশনার এ কে এম শামসুজ্জামান এসব তথ্য জানান।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন।
 
এর আগে মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় চার দিনব্যাপী এ আয়কর মেলা শুরু হয়। নারায়ণগঞ্জ কর অঞ্চলের আয়কর মেলা ২০১৬ এর সমাপনী দিনেও আয়কর মেলায় সেবা গ্রহণকারীদের প্রচণ্ড ভিড় ছিলো।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।