ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা পরিবেশ দেখতে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ব্যবসা পরিবেশ দেখতে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

ঢাকা: ব্যবসা পরিবেশ পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির প্রতিনিধি দল। এসময় দেশের সুশাসন, মানবাধিকার, পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রমিকের অধিকার প্রসঙ্গেও আলোচনা করবেন তার‍া।



শনিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৪-১৮ নভেম্বর এই দলটি ঢাকা সফর করবে।

প্রতিনিধি দলে সাতজন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ (এমপি) অন্যান্য কর্মকর্তারাও থাকবেন।

ইউরোপীয় পার্লামেন্টের এমপি জিন ল্যাম্বার্ট ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ দলের অপর এমপিরা হলেন বার্নড ল্যাঙ্গ, আন্তর্জাতিক ট্রেড কমিটির সভাপতি সাজ্জাদ করিম, এগনেস জর্জেরিয়াস, হান্নু তাক্কুলা, অ্যাডাম সেজেনফেল্ড, বোলেস্ল পাইকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ১ জুলাই গুলশানের হলি আর্টিজ‍ান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পরে আন্তর্জাতিক বাজারে পড়া নেতিবাচক প্রভাব অনেকটাই কেটে গেছে। বিদেশিরা আবারও এদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে। এমন সময় ইউরোপীয় পার্লামেন্ট সদ্যস্যদের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, ইইউ প্রতিনিধি দলটি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে।

এছাড়া তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গেও আলোচনা করবেন দলের সদস্যরা।

প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

এ সফরের গুরুত্ব সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “এটি ইউরোপীয় পার্লামেন্টের অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মূলত উল্লেখযোগ্য বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন তারা”।

এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা ইইউ’র কাছে প্রায় ৬০ শতাংশ তৈরি পোশাক রফতানি করে থাকি। আমরা মনে করি, বাইরে থেকে যে বাংলাদেশকে তারা দেখছেন, সরেজমিনে তার চেয়ে আরো ভালো কিছুই দেখবেন তারা”।

প্রতিনিধি দলটি ঢাকার বাইরে ইপিলিয়ন নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বেই ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধি ঢাকা সফর করেছিলো।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬/ আপডেট: ২১৩৮ ঘণ্টা.
জেপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।