ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় নারীদের জন্য আলাদা বুথের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আয়কর মেলায় নারীদের জন্য আলাদা বুথের দাবি ছবি- সুমন শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: মুক্তিযোদ্ধা, প্রবীণ, প্রতিবন্ধীদের মতো আয়কর মেলায় আলাদা বুথের দাবি জানিয়েছেন নারী করদাতারা।  

চলমান আয়কর মেলার ষষ্ঠদিন রোববার (০৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে উপচেপড়া ভিড়ে নারীদের পদচারণা ছিলো চেখে পড়ার মতো।

কিন্তু প্রথমবারের মতো যারা কর দিতে এসেছেন তাদের পড়তে হয়েছে নানা ভোগান্তিতে।

সরকারি চাকরিজীবী আক্তারী জাহান বাংলানিউজকে বলেন, দেশের কর্মক্ষেত্রের এমন কোনো জায়গা নেই যেখানে নারীদের সরব পদচারণা নেই। আমি প্রথমবারের মতো কর দিতে এসেছি। কিন্তু অনেক কিছু বুঝতে পারছি না। আর নারীদের জন্য যদি আলাদা বুথ থাকতো তাহলে এসব সমস্যা থেকে রেহাই পেতাম।

অন্যদিকে রিটার্ন জমা দেওয়ার সময় পুরুষরা ধাক্কাধাক্কি করে সামনে এগিয়ে যেতে পারলেও নারীদের থাকতে হচ্ছে অনেক পেছনে।

কর অঞ্চল-৩ এ রিটার্ন জমা দিতে আসা তিতাস গ্যাসের কর্মকর্তা তাসলিমা বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায়। রিটার্ন জমা দিতে এসে ধাক্কাধাক্কি হয়। ছেলেরা ধাক্কাধাক্কি করতে পারলেও আমরা কিন্তু পারি না। ফলে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই আমি মনে করি প্রবীণ, মুক্তিযোদ্ধাদের মতো নারীদের জন্যও আলাদা বুথ থাকলে ভালো হতো।

ডা. রোকসানা পারভীন বলেন, আমি আর আমার স্বামী দু’জনই প্রতিবছর কর দেই। মেলা খুব গোছানো। কিন্তু অনেক ক্ষেত্রেই নারীদের সমস্যা হচ্ছে। কারণ বেশিরভাগ নারী করদাতাই নতুন। তাদের কাছে অনেক তথ্য নেই। তাই নারীদের জন্য আলাদা বুথ থাকাটা জরুরি।

সপ্তম আয়কর মেলার প্রথম ৫ দিনে সারাদেশে আয় হয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। শুধুমাত্র ৫ম দিনেই আয় হয়েছে ২৫৯ কোটি ৯৩ লাখ টাকা। সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবাগ্রহণ করেছেন। আর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।