ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিবিবিতে দুই দিনের ডেনিম এক্সপো শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আইসিবিবিতে দুই দিনের ডেনিম এক্সপো শুরু মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিবি.বি) দুই দিনের ডেনিম এক্সপো শুরু হচ্ছে মঙ্গলবার (৮ নভেম্বর)। এতে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবিত নানা সফটওয়্যার সল্যুশন্স প্রদর্শন কর‍া হবে।

প্রদর্শনীতে অংশ নিচ্ছে বস্ত্রশিল্পের উপকরণ ব্যবস্থাপক প্রতিষ্ঠান থ্রেডসল।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, বিশ্বব্যাপী বস্ত্রশিল্পে ক্রমাগত খরচ বাড়ছে -আয় কমছে। এ শিল্পকে রক্ষা করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বস্ত্র শিল্পের টেকসই উন্নয়ন করা যায় ডেনিম এক্সপোতে তাই তুলে ধরবে থ্রেডসল।

থ্রেডসল বাংলাদেশের কান্ট্রি হেড আনাস শাকিল বলেন, উৎপাদন খরচ কমিয়ে কিভাবে আয় বাড়ানো যায় সেটা বোঝার এখনই উপযুক্ত সময়। এ জন্য আধুনিক প্রযুক্তি গ্রহণের কোনো বিকল্প নেই। থ্রেডসল সফটওয়্যার সলুশন্স ব্যবহারে ১০ ভাগ পর্যন্ত উৎপাদন খরচ কমানো সম্ভব- যার ফলে প্রতিষ্ঠানের আয় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ শতাংশ বেড়ে যায়।

বাংলাদেশের বস্ত্রশিল্প খাতকে আরও বিকশিত করতে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকায় অনুষ্ঠেয় ডেনিম এক্সপোতে অংশগ্রহণ তারই প্রমাণ। গ্রাহকদের ব্যয় কমিয়ে সর্বোচ্চ আয় বাড়ানোর লক্ষ্যেই আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি, যোগ করেন তিনি।

আনাস শাকিল আরও বলেন, থ্রেডসলের ইন্টেলোবাই এবং ইন্টেলোকাট কাপড়ের অপচয় এবং খরচ কমায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরিপোশাক রফতানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস, ডেক্কো গ্রুপ, এপিক গ্রুপ, সায়হাম, ফকির ফ্যাশনস, কেনপার্ক, রিজেন্সি, ইউফিল আমান গ্রাফিক্সস থ্রেডসল’র সফটওয়্যার সলুশন্স ব্যবহার করছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।