ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে ১২টি নতুন প্রকল্পের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
একনেকে ১২টি নতুন প্রকল্পের অনুমোদন

নতুন ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে।

ঢাকা: নতুন ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন পায়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৬৩৪ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ নেওয়া হবে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা। বাকি অর্থ সরকারের তহবিল (জিওবি) থেকে দেওয়া হবে।

বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমআইএস/এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।