ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
‘২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে’ ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৮ সালের ম‌ধ্যে বাংলা‌দেশ মধ্যম আ‌য়ের দেশে উন্নীত হ‌বে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আ‌মির হো‌সেন আমু।

ঢাকা: ২০১৮ সালের ম‌ধ্যে বাংলা‌দেশ মধ্যম আ‌য়ের দেশে উন্নীত হ‌বে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আ‌মির হো‌সেন আমু।

বৃহস্প‌তিবার (১০ ন‌ভেম্বর) দুপু‌রে রাজধানীর কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউ‌টের কন‌ভেনশন হ‌লে ‌বিএস‌টিআই সা‌র্টি‌ফি‌কেশন মার্কস কার্যক্রম অ‌টো‌মেশনের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে তিনি একথা জানান।

আমু ব‌লেন, বিশ্ববাজা‌রে বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। আজ‌কের এ উ‌দ্যোগ তারই প্র‌তিফলন। আমা‌দের বিএস‌টিআই’র পরী‌ক্ষিত পণ্যমান এখন আন্তর্জা‌তিক মা‌নের হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা ডি‌জিটাল বাংলা‌দেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। আমরা ২০১৮ সা‌লের ম‌ধ্যে মধ্যম আ‌য়ের দে‌শে উন্নীত হবো।

‌বিএস‌টিআই’র এ  কার্যক্র‌মে সহ‌যো‌গিতা ক‌রে বিশ্বব্যাংক, ইউ‌কেএইড বাংলা‌দেশ।

‌পণ্যের মান উন্নত হ‌লেও মানুষ উন্নত না হ‌লে সেবার ভাল হয় না। রাষ্ট্রায়ত্ব প্র‌তিষ্ঠান‌কে লাভজনক পর্যা‌য়ে নি‌য়ে যাওয়ার চেষ্টা অব্যহত আ‌ছে।

বিএস‌টিআই’র মহাপ‌রিচালক মো. ইকরামুল হকের সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন- শিল্প মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব মো. মোশাররফ হো‌সেন ভূঁইয়া।

বাংলা‌দেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬

এসএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।